1. banglarprobhat@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত : দৈনিক বাংলার প্রভাত
  2. info@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ৩৪ অস্বচ্ছল রোগীকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন লক্ষ্মীপুরে বাড়তি লাভের আশায় চালের বস্তা বদল করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রায়পুরে মারুফের পেঁপে চাষে অধিক ফলের সম্ভাবনা লক্ষ্মীপুরে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা লক্ষ্মীপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আটক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : বিএনপি নেতা এ্যানী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ উদযাপন করতে দেয়নি : লক্ষ্মীপুরে এ্যানি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : আবুল খায়ের ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, “বিনোদন পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সেক্রেটারী আজমল হোসেন হেলাল”

লক্ষ্মীপুরে বাড়তি লাভের আশায় চালের বস্তা বদল করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বাড়তি লাভের আশায় ‘নুর জাহান’ নামক একটি কোম্পানির চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ভরে প্রতারণার দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক চাল ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।

এদিন সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী।

দণ্ডপ্রাপ্ত নাজমুল বাঙাখাঁ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নাজমুল হাসান চাল, চিনি তেলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। জকসিনসহ আশপাশের বাজারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করে সে। তবে সাধারণ মানের পণ্য ক্রয় করে বিভিন্ন নামি-দামি ব্যান্ডের মোড়ক বা প্যাকেটে ব্যবহার করে সেগুলো বাজারে সরবরাহ করতো। এতে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বৃহস্পতিবার সে ১৪ টন চাল (২৮০ বস্তা) জেলা শহরের দক্ষিণ তেমুহনীর একটি আড়ত থেকে নুরজাহান কোম্পানির চাল ক্রয় করে। চালবাহী ট্রাকটি জকসিন পূর্ব বাজারে রেখে সে ট্রাকের মধ্যেই চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ঢুকায়। এনএসআই এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নাজমুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, অধিক মুনাফা লাভের আশায় ৫০ কেজি ওজনের নুরজাহান কোম্পানির ২৮০ টি চালের বস্তা পরিবর্তন করে তীর কোম্পানির চালের বস্তা ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের সরবরাহ না করায় এবং বস্তা পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত নাজমুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, এনএসআই ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত