“প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে, শুধু ঈদের দিনই নয়,
এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন,
আর তা শুরু হোক ঈদের আনন্দের মধ্যদিয়ে।
ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, লক্ষ্মীপুর সদরের পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক, কানাডায় কর্মরত ফিরোজ আলম সবুজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। এ আনন্দে ধনী-গরীব ভেদাভেদ নেই, সকলের মাঝে এ আনন্দ ছড়িয়ে পড়ুক। অতীতের সকল কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই ঈদের খুশীর মধ্যদিয়ে পুর্নতা লাভ করে।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক সর্বজনীন ধর্মীয় উৎসব তাতে কোনো সন্দেহ নেই। ধনী-দরিদ্র, ছোট-বড় সবার জন্য ঈদের আনন্দ সমান। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেনো পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষ করার মাধ্যমে সকল কবীরা ও সগীরা গুণাহ সমূহ মাফ করে দিয়ে মাছুম বান্দা হিসেবে কবুল করেন। লক্ষ্মীপুর সহ বিদেশে কর্মরত বাংলাদেশী সকল, ভাই-বোন ও বিশ্বের সকল মুসলমানদের আবারো পবিত্র ঈদুল ফিতরের মোবারকবাদ জানিয়ে বলেন, শুভ হোক সবার জন্যে পবিত্র ঈদুল ফিতর।