লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর চররমনীতে কৃষক ফারুক সৈয়ালের মহিষ লুট, ঘরে আগ্মিসংযেগসহ মহিষ পিটিয়ে আহতের ঘটনায় লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক সৈয়াল বাদী হয়ে ইমন হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, ইমন হেসেনের ছেলে আমির হোসেন ও রাজিব, লালমিয়ার ছেলে ইমন হোসেন, মুকবুল হোসেন, জয়দলের ছেলে আলী হোসেন, তছলিমের ছেলে মো: রতন, কাশেমের ছেলে সিরাজ। তারা সকলেই মধ্য চররমনী মোহন ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ১৬ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় বাদীর পালিত মহিষ চরের নাল জমিতে ঘাস খাচ্ছিল এ সময় আসামীরা বাদীর একটি মহিষকে পিটিয়ে সামনের পা ভেঙ্গে দেয়। সাক্ষী আক্কাছ ও ইব্রাহিম এসে বাধা দিলে আসামীরা তাদেরকে হুমকি দিয়া বলে এ চরে যেন মহিষ না আসে এবং ঘাষ না খায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আসামীরা দেশীয় অস্ত্রদিয়ে আক্কাছ ও ইব্রাহিমকে গুরুত্বর আঘাত করে। পরে আসামীরা পরের দিন রাত ৩টায় বাদীর বাহর ঘরে আগুন দেয়। এ সময় ওই ঘরে থাকা ৩টি মহিষ আসামীরা নিয়ে যায়। আসামীরা বাদীর ঘর পুড়ে ও মহিষ লুটে নিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
এ বিষয়ে ফারুক সৈয়াল জানান, চরে ঘাস খাওয়াকে কেন্দ্র করে আসামীরা আমার একটি মহিষের সামনের পা ভেঙ্গে দেয়, বাহর ঘরে আগ্নি সংযোগ সহ ৩টি মহিষ লুটে নেয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা করেছেন বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে আসামীদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।