লক্ষ্মীপুরে চুরির অপবাদে কিশোরের হাত-পা বেঁধে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ী থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে কিশোরকে হাত-পা বেঁধে হত্যার ভয় দেখিয়ে মোবাইল ভিডিওতে স্বীকারোক্তি নিয়ে পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবির অভিযোগ স্থানীয় বাসিন্দা জসিম ও সামছুর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা প্রস্তুতি নিচ্ছেন কিশোর রাজুর পরিবার।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, কমলনগর উপজেলার ৩ নং চরলরেঞ্চ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিল মাঝি বাড়ির মোঃ ইব্রাহিম খলিলের ছেলে মোঃ রাজুকে শনিবার রাত ১১টার দিকে মোস্তফার ছেলে সামছু ঘর থেকে ডেকে জসিমের দোকানে নিয়ে তাকে রশি দিয়ে বেধে ফেলে।
পরে রাজুর বাবা মোঃ ইব্রাহিম খলিলকে ডেকে নিয়ে রাজুকে চোরের অপবাদ দিয়ে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। খলিল একজন নিরীহ মানুষ। সামছু, খোকন, আবদুল হাই, জসিম এরা আওয়ামী লীগের প্রভাবশালী লোক হওয়ায় রাজুর বাবা ১৫ দিনের সময় নিয়ে রাজুকে ছাড়িয়ে নিয়ে যায়।
ইব্রাহিম খলিল বলেন, জসিমের ভাতিজা রনি কলিম উল্যা মাস্টার, আবুল কাশেম, ও শাহ আলম সর্দারের জাল চুরি করে। রাজু জালসহ রনিকে ধরে দেওয়ায় রাজুর কারণে এদের মানসম্মানে আঘাত লেগেছে, তাই তারা প্রতিশোধ নেয়া জন্য এ চুরির নাটক সাজায়।প্রতিবেশি আবু ছিদ্দিক বলেন, এলাকায় আমি ১৪ বছর আগে এসেছি, কখনো দেখিনি রাজু কারো কোনো জিনিস চুরি করতে। রনির বিরুদ্ধে থানায় জাল চুরির একটি মামলা আছে। মামলাটি দায়ের করে শাহ আলম সর্দার। মামলাটি চলমান রয়েছে। রনির অভিভাবকগন কলিম উল্যা মাস্টার ও আবুল কাশেমকে ম্যানেজ করে নেয়, তাই তারা মামলা করেনি।
রাজুর বন্ধুরা জানান, সে আমাদের সাথে চলাফেরা করে। কোথায়ও তাকে চুরি করতে দেখিনি ও শুনেনি। আমরা এ মিথ্যা অপবাদের প্রতিবাদ জানাই।
অভিযুক্ত জসিম বলেন, কয়েক বার আমাদের দোকানে চুরি হয়েছে, আমরা চোর ধরতে পারিনি। এবার রাজুকে ধরে তার কাছ থেকে ১ লক্ষ টাকার স্বীকারোক্তি পেয়েছি।