লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে কৃষক কালামসহ তার স্ত্রীকে মারধর ও জমিনের ফসল সুপারী-আমড়া লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে হিরনগংদের বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে স্থানীয় ভাবে গণ্যমান্য ব্যাক্তিদের জানাইলেও বিচার পায়নি ওই কৃষক পরিবার। (শনিবার ১৫ নভেম্বর) হামলার শিকার হয়ে ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও অবশেষে বিচার না পেয়ে মঙ্গলবার ২০ নভেম্বর) স্থানীয় থানায় ৪জনকে বিবাদী করে অভিযোগ করেন ভুক্তভোগী আবুল কালাম।
অভিযুক্তরা হলেন, জেলা সদরের চররুহিতা ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে হিরন, আবুল খায়েরের ছেলে সাদ্দাম, শরাফত আলীর ছেলে শাহআলম, মোস্তফা হায়দারের ছেলে রশিদ মুনাফ।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আবুল কালাম লক্ষ্মীপুর সদরের চরুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বসবাস করছে। লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার সীমান্তে চরকাছিয়া ইউনিয়নে তার ফসলী জমি রয়েছে। শনিবার ১৫ নভেম্বর তিনি তার জমিন দেখাশুনা করতে গেলে দেখেন তার বাগানে গাছে সুপারী ও আমড়া নেই। এ নিয়ে তিনি শোরচিৎকার করে ফসল লুটের প্রতিবাদ করলে বিবাদীরা এসে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বেধম মারধর করে। এ সময় তার স্ত্রী রোকেয়া বেগম তাকে উদ্ধার করতে আসলে বিবাদী শাহআলমের নেতৃত্বে সকল বিবাদীরা রোকেয়া বেগমকে এলোপাতাড়ী মারপিট করে শরীরের বিভিস্থানে জখম করে। বর্তমানে বিবাদীদের হত্যার হুমকির ভয়ে কৃষক আবুল কালাম তার জমিনে যেতে পারছেনা, তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।