1. banglarprobhat@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত : দৈনিক বাংলার প্রভাত
  2. info@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ৩৪ অস্বচ্ছল রোগীকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন লক্ষ্মীপুরে বাড়তি লাভের আশায় চালের বস্তা বদল করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রায়পুরে মারুফের পেঁপে চাষে অধিক ফলের সম্ভাবনা লক্ষ্মীপুরে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা লক্ষ্মীপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আটক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : বিএনপি নেতা এ্যানী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ উদযাপন করতে দেয়নি : লক্ষ্মীপুরে এ্যানি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : আবুল খায়ের ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, “বিনোদন পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সেক্রেটারী আজমল হোসেন হেলাল”

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে মো. মোরশেদ আলম নামে এক যুবককে হত্যার ঘটনায় বিচার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জের চৌরাস্তা বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়।

ভিকটিম মোরশেদ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফি উল্যার ছেলে এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানের ছোট ভাই। পেশায় সে ভূষা মালের ব্যবসায়ী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ভবানীগঞ্জ কলেজের পাশের স্থানীয় ইউপি সদস্য সেলিনা মেম্বারের বসতবাড়ি থেকে মোরশেদ আলমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই নারী ইউপি সদস্যকে আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে মোরশেদের মা ফুলবানু। ২০২১ সালের অক্টোবরে মামলায় রায়ে আসামিরা খালাস পায়। এ নিয়ে ক্ষোভ এবং হতাশায় ছিল মোরশেদের পরিবার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আসামিরা প্রভাব বিস্তার করে হত্যা মামলা থেকে রেহাই পেয়েছে। মোরশেদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হলেও পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত রিপোর্ট মনগড়াভাবে করানো হয়েছে। রিপোর্টে তার স্বাভাবিক মৃত্যু দেখানো হয়েছে। কিন্তু মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল।

তারা দাবি করেন, পুনরায় হত্যার মামলাটি তদন্ত করে এবং পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক।

মোরশেদের ভাই সাবেক ইউপি সদস্য ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে স্থানীয় একটি চক্র হত্যা করেছে। যারা স্বৈরাচার সরকারের লোকজন ছিল। এ কারণে আমার ভাইয়ের হত্যার বিচার পাইনি। আমরা আবারও এ ঘটনা নিয়ে আইনের আশ্রয় নেব৷

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর থানা (পূর্ব) বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ্ মো. এমরান, জেলা যুবদলের সদস্য ও চৌরাস্তা ক্লাবের সভাপতি এসএম আজাদ, সদর থানা (পূর্ব) ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া, নিহত মোরশেদের বড় ভাই সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সঞ্চলনা করেন সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি ও চৌরাস্তা ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আদনান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা সালাহউদ্দিন ভূঁইয়া, তোফায়েল আহমেদ সবুজ, বাচ্চু মেম্বার, মাসুম হোসেন নূর, সাবেক ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের আসাদুজ্জামান রাজুসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত