নিজস্ব প্রতিনিধিঃ
পরিকল্পিত মিথ্যা ঘটনা সাজিয়ে লক্ষ্মীপুর চরমনী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতির বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তোলার ঘটনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেন যুবদল সভাপতি মো: ইউনুছ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাটে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী সভায় উপস্থিত হয়েছে। সভা শেষে একই স্থানে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে মিলিত হন চররমনী মোহন ইউনিয়ন যুবদল সভাপতি ইউনুছ সহ নেতাকর্মীরা।
এ সময় মোঃ ইউনুছ তার বক্তব্যে বলেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার আমার বিরুদ্ধে চাঁদা আদায়ের যে অপপ্রচায় চালিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার দীর্ঘদিনের সততার রাজনীতির ক্যারিয়ার নস্ট করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তিনি। প্রকৃত সত্য হল, সরকার পরিবর্তনের পর লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে মোশাররফ হোসেন থেকে একটি ঘর ভাড়া নেয় নুরুল আমিন ও রাজা নামীয় ব্যক্তি। তার ঘরের মালিককে ১লক্ষ ৫০ টাকা অগ্রিম প্রদান করে। কিছুদিন তারা ওই ঘরে সোহাগ পরিবহন নামীয় গাড়ির টিকেট বিক্রি করত। পরে কেম্পানী সোহাগ পরিবহন ব্যনারে গাড়ির টিকেট বিক্রির দায়িত্ব নয়ন মেম্বারকে দেয়। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। পরে নুরুল আমিন ও রাজা ভাড়া ঘরটি ছেড়ে দিতে তাদের অগ্রিম টাকা ঘর মালিকপক্ষ থেকে দাবী করে। এ নিয়ে নুরুল আমিন, রাজা ও নয়ন মেম্বার মধ্যস্থতাকারী হিসেবে আমাকে ডেকে নেয়ে। উভয়ের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু, নুরুল আমিন ও রাজা পূর্বেই ঘর মালিককে অগ্রিম দেড় লক্ষ টাকা নগদ দিয়েছে এখন ওই ঘর তার ছেড়ে দিবে এবং নয়ন মেম্বার দেড় লক্ষ টাকা অগ্রিম দিয়ে মালিক থেকে ঘর ভাড়া নিবে। নয়ন মেম্বার ঘর ভাড়ার অগ্রিম বাবত দেড় লক্ষ টাকা নুরুল আমিন ও রাজাকে নগদ দিলে মালিকে কাছে জমা থাকা দেড় লক্ষ টাকা নয়ন মেম্বার টাকা হিসাবে অগ্রিম বাবত জমা রয়ে গেল। সকল পক্ষ এ সিদ্ধান্ত মেনে নয়ন নেম্বার, ঘর মালিক মোশাররফ মিয়ার প্রতিনিধি কবির ও অসুস্থ্য থাকায় নুরুল আমিনের ভাতিজা তারা সবাই একত্রে আমার বাড়ীতে গিয়ে মধ্যস্থতা হিসেবে দেড় লক্ষ টাকা আমাকে নগদ প্রদান করে। এ টাকা দেওয়ার সময় গোপন ভিডিও করে ওই ভিডিটি নয়ন মেম্বার সামাজিক যোগাযোগে ভাইরল করে বলে আমি নাকি তার কাছ থেকে চাঁদার টাকা নিয়েছি। এ মিথ্যা ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
এ দিকে ঘর মালিক মোশাররফ হোসেন জানান, নয়ন মেম্বার ঘর ভাড়া বাবদ আমাকে অগ্রিম যে দেড় লক্ষ টাকা দেওয়া কথা ছিল, ওই টাকা নুরুল আমিন ও রাজাকে দেওয়ার জন্য যুবদল সভাপতি ইউনুছের কাছে নগদ জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা কোন চাঁদার টাকা নয় বলে তিনি জানান।