এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। এ আনন্দে ধনী-গরীব ভেদাভেদ নেই, সকলের মাঝে এ আনন্দ ছড়িয়ে পড়ুক। অতীতের সকল কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই সবাই ঈদের খুশীর মধ্যদিয়ে পুর্নতা লাভ করবে।
আজমল হোসেন হেলাল, বিনোদন পত্রিকা ডট কম এর সম্পাদক ও বিনোদন পত্রিকা ডট কম প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচাল। এ ছাড়া তিনি ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
আবারও সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বিনোদন পত্রিকা ডট কম এর সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সাধারন সম্পাদক আজমল হোসেন হেলাল।