নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর লোকমান হোসেন এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সমবেত হয় ।
আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩ টায় পৌরসভা বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে মো. লোকমান হোসেন সম্পৃক্ত। এখন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজে জড়িত ছিলেন না। তিনি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।
এখন সেই নেতাকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। পরিকল্পিতভাবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোষর মাইন উদ্দিন লোকমান হোসেনকে মামলায় জড়িয়েছেন।
আজকের এই সমাবেশ থেকে, মামলা থেকে লোকমান হোসেনের নাম প্রত্যাহার ও ফ্যাষিষ্ট এর দোষর মাইন উদ্দিনের বিচার দাবি করছি।