1. banglarprobhat@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত : দৈনিক বাংলার প্রভাত
  2. info@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : বিএনপি নেতা এ্যানী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ উদযাপন করতে দেয়নি : লক্ষ্মীপুরে এ্যানি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : আবুল খায়ের ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, “বিনোদন পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সেক্রেটারী আজমল হোসেন হেলাল” ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক “ফিরোজ আলম সবুজ” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী “রেসু মৃদ্দ্যা” হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতা লোকমান হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ

লক্ষ্মীপুরে সাড়ে চার কোটি টাকার ভবন দখল মামলা গ্রেপ্তার ৪১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে অবৈধভাবে একটি তিনতলা ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী ও বিএনপি নেতাসহ ৫০ জনের বিরেুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আনোয়ার হোসেনসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সদর থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন করেন মাইন উদ্দিন। মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, বাড়ি দখলের প্রধান অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে এবং ৪৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন বিএনপি নেতা।
এর আগে ভোর রাতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ওই বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনসহ ৪২ জনকে আটক করা হয়। পরে এই চাঁদাবাজির মামলায় ৪২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাশে তিনতলা একটি ভবনের মালিক মালিক মাঈন উদ্দিন। একটি ব্যাংক থেকে ওই জমি কাগজপত্র জমা দিয়ে ৯ কোটি টাকা ঋণ নেন তিনি। ধারদেনায় পড়ে জমিসহ বাড়িটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্য নির্ধারণ করেন। এতে ২৮ লাখ টাকা দিয়ে একটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়। জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না হলেও তা রেজিস্ট্রি ছিল না। কিন্তু হঠাৎ বুধবার বিকেলে জোরপূর্বক লোকজন নিয়ে ভবনে ‘ইষ্টিকুটুম’ নামের সাইনবোর্ডটি সরিয়ে দিয়ে আনোয়ার ‘হোসেন ট্রেডার্স’ নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দখল করে নেন। পরে ভবনের সামনে ১০টি ট্রাক ও ড্রাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখে। এর জের ধরে পুলিশ ও সেনাবাহিনী ভোররাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৪২ জনকে আটক করে।
বাড়ির মালিক মাইন উদ্দিন জানান, সাড়ে ৪ কোটি টাকায় বাড়িটি বিক্রি করা হয়। কিন্তু আনোয়ার হোসেন ও তার লোকজন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২৮ লাখ টাকা বায়না দিয়ে আনোয়ার হোসেন জোরপূর্বক মারধর করে বাড়িটি দখল করে নেন। এ ঘটনায় বিএনপি নেতা লোকমান হোসেনসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
তবে জবরদখল ও চাঁদাবাজির বিষয়টি সত্য নয় বলে দাবি করেন পুলিশের হাতে গ্রেপ্তার আনোয়ার হোসেন। তিনি সদর থানায় সাংবাদিকদের বলেন, ‘বাড়িটি আমি কিনছি। কিন্তু পুরো টাকা দেওয়া হয়নি ঠিকই। বাড়ি রেজিস্ট্রেশন না দেওয়ায় বাড়িটি দখলে নিই। আমি ষড়যন্ত্রের শিকার।’
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। ওসি জানান, বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০টি পিকআপ জব্দ করা হয়। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত