পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চররমনী মোহন ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চররমনী মোহন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী হোসেন সরকার, লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির সরকার ও চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহসিন সরকার।
এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা আলী হোসেন সরকার বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বারত নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সকল ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা। ২০নং চররমনী মোহন ইউনিয়নবাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেছেন তিনি।
সদর পশ্চিম যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির সরকার ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক-সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একত্রিত হয়ে কাজ করব।
ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহসিন সরকার বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। অতীতের সকল কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই ঈদের খুশীর মধ্যদিয়ে পুর্নতা লাভ করে। সবাইকে আবারো জানাচ্ছি ঈদ মোবারক।