লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানার পুলিশ মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও মোঃ মহিব উল্লাহ আলমগীর (৩২) ও মোঃ মমিনকে (২৪) চট্রগ্রাম থেকে এবং মোঃ কবিরকে (২৩ রামগতি থেকে গ্রেফতার করে।
গত ০৭ ফেব্রুয়ারী গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির চরভূতা গ্রামের মোঃ আহসান উল্লাহর (৫৪) বসত ঘরে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে জোর পূর্বক ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এই ঘটনায় লক্ষীপুর সদর থানায় ডাকাতি মামলা হলে পুলিশ ডাকাতিতে জড়িত জড়িত সন্দেহে কমলনগরের চর জগবন্ধু গ্রামের আবুল কালাম আবুর ছেলে মোঃ দেলোয়ার হোসেনকে (২৫) র্যাবের সহায়তায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।
এরপর তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালীর দক্ষিণ চরবান্ধা গ্রামের মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ মহিব উল্লাহ আলমগীর (৩২), ও আবু তাহেরের ছেলে মোঃ মমিনকে (২৪),চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। পরবর্তীতে রামগতির চর কলাকোপা (কামরুল বেপারী বাড়ীর) আবু তাহের ছেলে মোঃ কবিরকে (২৩) রামগতি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং তাদের নিকট হতে লুণ্ঠিত হওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার ০২ জোড়া কানের দুল ও একটি গলার চেইন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আসামি দেলোয়ারের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১০টি মামলা, আসামি মহিবুল্লার বিরুদ্ধে নোয়াখালী জেলার সুবর্ণচর থানায় একটি মামলা এবং আসামি মমিনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সুবর্ণচর থানায় দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।