লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি থানায় ৩ লাখ ১ হাজার একশত ৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে বুধবার (১২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এই তথ্য জানান হয়।
অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন।
অবহিতকরণ সভায় সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তারগণ, জেলা তথ্য অফিসার সহ লক্ষ্মীপুরের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঐ দিন সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার চারশত ২৬ শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৫ হাজার সাতশত ৩৪ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।