লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা চলাকালীন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় পুলিশের অভিযান চলাকালে জেলেদের হামলার শিকার হয়েছেন তিন নৌ-পুলিশ সহ ৪জন। সদস্য। পরে নৌ পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের নামে জাটকা সংরক্ষণ আইন, পুলিশের ওপর হামলাসহ পৃথক চারটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করলে আদালতে জেলহাজতে পাঠায়।
রোববার (৯ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীর হাট সংলগ্ন সাহেবের চর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নৌ-পুলিশের নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীরসহ নৌ-পুলিশের ট্রলার মাঝি জামাল হোসেন।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ জানান, মজুচৌধুরীরহাট সংলগ্ন মেঘনা নদীর সাহেবের চর এলাকায় মাছ শিকারের খবর পেয়ে জেলেদের ধরতে যায় নৌ-পুলিশের একটি দল। এসময় জেলেরা পুলিশকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জেলেকে আটক করে। এসময় চারটি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রসঙ্গত, জাটকা ইলিশ রক্ষায় ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা পালনে নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।