লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর: অবৈধ ট্রাক্টর ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের বাসিন্দারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভাঙাপোল এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় জেলে, কৃষক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অংশ নেয়।
এদিন ট্রাক্টর বন্ধের আবেদন জানিয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
মানববন্ধনকারীরা দীর্ঘদিন ধরে ওই এলাকার কাঁচাপাকা সড়কে চলাচলকারী ট্রাক্টর ট্রলি বন্ধের দাবি জানিয়ে আসছেন।
মানববন্ধনকারীরা বলেন, অবৈধ ট্রাক্টর ট্রলি ইটভাটার মাটি বহনের কাজে ব্যবহৃত হচ্ছে। যার ফলে এলাকার রাস্তাঘাট বিনষ্ট হচ্ছে। মজুচৌধুরীর হাট আঞ্চলিক মহাসড়কের লিংক সড়ক কাদিরার গোজা থেকে করাতিরহাট বাজার সড়কে প্রতিনিয়ত ট্রাক্টর ট্রলি দাপিয়ে বেড়াচ্ছে। এতে ওই সড়কের কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ওই সড়কের বেড়িবাঁধ সংলগ্ন ক্যাম্পের খালের উপর একটি জরাজীর্ণ ব্রিজ রয়েছে। অত্যধিক ঝুকিপূর্ণ ওই ব্রিজের ওপর দিয়েও মাটিবাহী ট্রাক্টর ট্রলি চলাচল করায় যে কোন সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। ট্রাক্টর চলাচল বন্ধ না হলে কাঁচাপাকা সড়ক আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ট্রাক্টরের মাধ্যমে এলাকার ফসলি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটাগুলো। সড়ক এবং ব্রিজটি রক্ষায় ট্রাক্টর ট্রলি বন্ধে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক ভুট্টু কাজী, ওয়ার্ড যুবদল নেতা আক্তার করাতিসহ স্থানীয় লোকজন।