লক্ষ্মীপুর:
আমরা এই সোনার বাংলাকে মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমাদের সুযোগ দিলে আমরা এই দেশটাকে কোরআনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। অনেকে মনে করে বাংলাদেশ ইসলামি রাষ্ট্র হলে এদেশের নারীদের স্বাধীনতা থাকবে না,
নারীদের ঘর থেকে বের হতে দিবে না,এ ধারণা সম্পূর্ণ ভুল। আমি কথা দিচ্ছি নারীরা সামাজিক নিরাপত্তা পাবে।
শনিবার (২২ ফ্রেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. সফিকুর রহমান এ কথাগুলো বলেন।
দীর্ঘ ২৮ বছর পর দলের কোনো আমির লক্ষ্মীপুরে সমাবেশে যোগ দেওয়ায় সমাবেশ নিয়ে বেশ উদ্দীপনা ছিল নেতা-কর্মীদের।
সমাবেশে লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র তাহেরের পরিবারের প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, ‘এক বছর আগে লক্ষ্মীপুরের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারব, সেই কল্পনা করি নাই। স্বাধীনতার পর একটি গোষ্ঠী লক্ষ্মীপুরকে সন্ত্রাসী এলাকায় পরিণত করেছে। বিশেষ করে একটি পরিবার। এখন তারাও পালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমন রাজনীতি ঘৃণা করি যে রাজনীতি করতে গিয়ে দেশ থেকে পালাতে হয়। আবু সাঈদের মতো বুক পেতে মারা যাওয়াও যেন আনন্দের হয়, এমন রাজনীতি চাই।
তিনি আরও বলেন, কোরআন কে বুকে ধারণ করেছি কোরআন কে আমাদের বুক থেকে আলাদা করা যাবে না। যার অন্তরে কোরআন আছে এবং আল্লাহর ভয় আছে, সে কখনও মানুষকে কষ্ট দিতে পারে না। আমাদের কাছে সব ধর্মে লোক নিরাপদ। আমাদের একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল আছে। আমাদের কলেজে মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের ছাত্রী লেখা পড়া করে এবং সেবা দেয়। এক সময় এ লক্ষ্মীপুরে অনেক লাশ পড়েছে, ২০২৪ এর ৪ আগস্ট ও লাশের মাধ্যমে এ লক্ষ্মীপুর স্বাধীন হয়েছে।