রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে আগুন লেগে প্রায় ২০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে আগুন লাগে। উপজেলা রামগতি বাজারের মীর সড়কে থাকা মাসুদ নামের এক ব্যক্তির জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভোর ৬টা ১০ মিনিটের দিকে রামগতি বাজারের তেলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। মুহূর্তে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, উপস্থিত লোকজন চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
পরবর্তীতে খবর পেয়ে প্রায় ২০ কিলোমিটার দূরের আলেকজান্ডার থেকে ফায়ারসার্ভিসের সদস্যরা আগুন নেভাতে আসেন। কিন্তু এরই মধ্যে অন্তত ১৫টি দোকান পুরোপুরি এবং ৫টি দোকান আংশিক ভস্মীভূত হয়। সকাল সাড়ে ৭টার দিকে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজও চলছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নয়তো আরো বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।