লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে অবৈধ ভাবে গড়ে তোলায় ২টি ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ অভিযান চালায়।
এ সময় ইটভাটা সমূহের পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং ইটের কাঁচামাল হিসেবে কৃষি জমির মাটি সংরক্ষণ করায় লক্ষ্মীপুর সদরের আধার মানিকের মেসার্স ফ্রেন্ডস ব্রিকস ম্যানু; চর মনসার মেসার্স রাহাত রাতুল ব্রিকস ম্যানুকে;, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ১,৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও উভয় ভাটার চিমনি ও চুল্লি ভেঙ্গে এবং চুল্লিতে পানি দিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেয়া হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান অভিযানকারী দলের প্রধান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদ।