জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় আসামী রাকিবকে গ্রেপ্তার করেছে রামগতি থানার পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
জানাগেছে, গত (২৬ ডিসেম্বর বৃহস্পতিবার) বিকেলে রামগতি থানায় মামলা করেন এক গৃহবধূ। এতে অভিযুক্ত করা হয় রাকিব ওরফে রাব্বি নামে এক ব্যক্তিকে।
থানা পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঘরে একা পেয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালান রাকিব। অভিযুক্ত রাকিব সম্পর্কে চাচাতো দেবর।
এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। আর তিনি শ্বশুর-শাশুড়ি এবং দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন শ্বশুর-শাশুড়ি এবং তার পাঁচ বছর বয়সী বড় মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। ঘরে ওই গৃহবধূ দেড় বছরের ছেলেকে নিয়ে ছিলেন। এসময় রাকিব ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। ওই নারী চিৎকার করলে পালিয়ে যায় রাকিব।
মামলা করার পর বিভিন্নভাবে আসামী রকিবসহ তার ভগ্নিপতি রিংকু মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন আসামী রাকিব হেসেনের গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।