1. banglarprobhat@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত : দৈনিক বাংলার প্রভাত
  2. info@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : বিএনপি নেতা এ্যানী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ উদযাপন করতে দেয়নি : লক্ষ্মীপুরে এ্যানি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : আবুল খায়ের ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, “বিনোদন পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সেক্রেটারী আজমল হোসেন হেলাল” ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক “ফিরোজ আলম সবুজ” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী “রেসু মৃদ্দ্যা” হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতা লোকমান হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করতে এলে ভাই-মা হামলার শিকার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পিতার বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্ণের হার এনে দিতে টানা তিন দিন ধরে স্বামী ও ভাসুরসহ গৃহবধূকে পাশবিক নির্যাতন। খবর পেয়ে উদ্ধার করতে এলে ওই গৃহবধূর মা ও ভাইকে স্বামীসহ পরিবারের লোকজন বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে রাস্তায় এনে পিটাতে পিটাতে পাশ্বর্তী ডোবায় ফেলে গৃহবধূর ভাই সবুজকে হত্যার চেষ্টার অভিযোগ। এ ঘটনায় বাদী হয়ে লক্ষীপুর সেনা ক্যাম্পে অভিযোগ করেন নির্যাতিত গৃহবধু রত্মা।

সোমবার সকালে লক্ষ্মীপুরের চররমনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্মার স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। রত্মার ভাই সবুজ, মা শাহিদা আক্তার তাকে দেখতে স্বামীর বাড়ীতে আসলে দিনভর দফায় দফায় চলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা। ওইদিন বিকেলে তারা বাড়ী চলে যাওয়ার মূহুর্তে আবারও ঘটে মারপিট। স্থানীয়রা এসে রত্মা, সবুজ ও শাহিদা আক্তারকে উদ্ধার করে। পরে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।

রত্নার দায়েরকৃত অভিযোগের বিবাদীরা হলেন, নির্যাতিত গৃহবধূর স্বামী রাজন, ভাসুর সুমন কসাই, শ্বাশুড়ী সোহাগী বেগম ও সুমন কসাইর স্ত্রী কহিনুর বেগম। তারা সবাই চররমনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রত্মার পিতার বাড়ী অবস্থিত।

প্রত্যক্ষদর্শী ও নির্যাতিত গৃহবধূর অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে রাজনের সাথে রত্মার বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময় রত্মার বাবা তাকে একভরি ওজনের একটি স্বর্ণের হার ও তার স্বামীকে ৫টি স্বর্ণের আংটি দেয়। আংটি গুলো বিক্রির পর স্বর্ণের হারটিও বিক্রি করতে এবং শ্বশুর বাড়ী থেকে নগদ টাকা এনে দিতে রত্মাকে শারিরীক নির্যাতন করত পাচন্ড স্বামী রাজন ও পরিবারের অপর সদস্যরা।

ঘটনায় বিষয়ে জানতে বাড়ীতে অভিযুক্ত কাউকে  বাড়ীতে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত