স্পোর্টস ডেস্ক:
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। রংপুরের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছিল ফরচুন বরিশাল। রংপুরকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছিল তামিম ইকবালের দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলেছে রংপুর। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান, শেষ ওভারের ৬ বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান অধিনায়ক নুরুল হাসান সোহান। দলকে জেতানোর পর আজকের এই ইনিংসকে ক্যারিয়ারের সেরা ইনিংস বলেছেন সোহান।
সোহান বলেন, 'আলহামদুলিল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। শুকরিয়া আদায় করতেছি দলের জন্য অবদান রাখতে পেরেছি। এরকম একটা কাজ করতে পেরেছি। যেহেতু দলকে জেতাতে পেরেছি এটা আমার ক্যারিয়ারের সেরা ইনিংস।'
শেষ ওভারে জয়ের জন্য সমীকরণ মোটেও সহজ ছিল না রংপুর রাইডার্সের। দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর সোহান জানালেন তার চিন্তায় ছিল কেবলই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকানো, তিনি বলেন, 'বড় শটের পরিকল্পনা ছিল। আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি যেটা চেয়েছিলাম ১-২ ওরকম কিছু না, যদি আমার জোনে পাই ওভার বাউন্ডারিই মারবো। বাউন্ডারি হোক এই অপশনেই যাচ্ছিলাম।'
শেষ ওভারের সঙ্গী কামরুল ইসলাম রাব্বির প্রশংসা করে সোহান বললেন, 'আগের ওভারে যখন নেমেছি খুশদিল দুইটা ছয় মারল। ও বলতেছিল যে এই ম্যাচ জেতা সম্ভব। শেষ ওভারে ২৬ রান লাগতো, রাব্বি ভাইয়ের (কামরুল ইসলাম রাব্বি) সাথে কথা বলতেছিলাম। তখন রাব্বি ভাই বলতেছিল তুমিই খেলো ছয়টা বল। ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে। তারপর যখন প্রথম বল ছয় হয়েছে তখন আস্তে-আস্তে বিশ্বাসটা আরও বেড়েছে, ইনশাআল্লাহ সম্ভব।'