লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর ভবানীগঞ্জে পুলিশের হাত থেকে বেলাল নামীয় এক আসামীকে ছিনতায়ের খবর পাওয়া যায়।
ছিনতায়কৃত আসামী হলেন, মো: বেলাল হোসেন, তিনি ভবানীগঞ্জের চরভুতা গ্রামের মো: মনির হোসেনের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর থানার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের নুরুল ইসলাম লেকুর দায়েরকৃত জি. আর ৪৮৮ মামলার প্রধান আসামী।
জানাগেছে, বুধবার ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ভবানীগঞ্জের ছোট পুলের ঘোড়ায় এলাকায় লক্ষ্মীপুর সদর থানার পুলিশের এস আই মো: ছাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী মো: বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় খালেদ নামীয় এক ব্যক্তি ‘ডাকাত’ বলে শৌর-চিৎকার দিলে এলাকার নারী-পুরুষ রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে পুলিশে হাত থেকে বেলালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ওই রাতেই লক্ষ্মীপুর সদর থানার ওসি, মো: আবদুল মোনাফ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেপ্তার অভিযায় চালায়।
গত ২৬ নভেম্বর সকালে ভবানীগঞ্জের ছোট পুলের ঘোড়ায় নুরুল ইসলাম লেকুর ক্রয়কৃত জমিতে বিল্ডিং নির্মাণ করতে গেলে আসামী বেলাল হোসেন লোকজন নিয়ে তাদের কাজে বাধা দেয়। এতে দু’পক্ষকে মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে আসামী বেলাল সহ তার দলীয় লোকজন বাদীর ছেলে রুবেলের মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। রুবেল দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ঘটনায় ২৬ নভেম্বর আহত রুবেলের পিতা বাদী হয়ে বেলাল সহ ৯ জনের নাম উল্লেখে ২০জনকে অজ্ঞাতনামা আসামী করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করে।
মামলার বাদী নুরুল ইসলাম লেকু জানান, আমার মামলার প্রধান আসামী মো: বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় খালেদ নামীয় ব্যক্তি ‘ডাকাত’ বলে চিৎকার দিলে আসামীর স্বজন নারী-পুরুষ মিলে রাস্তায় নেমে এসে পুলিশে হাত থেকে বেলালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মোনাফ জানান, আসামী ছিনতায়ের ঘটনায় তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে।