নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পূনর্বাসন সামগ্রী বিতরণ করেছেন খাগুড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা সদরের ১৩ নং দিঘলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড খাগুড়িয়া পন্ডিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পূনর্বাসন সামগ্রী বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়ক হাফেজ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাওলানা শিব্বির মাহমুদ, সমন্বয়ক মোঃ বেলাল হোসেন, সমন্বয়ক (আই টি) রমজান আলী, সমন্বয়ক (সচিব) মনির হোসেন, সমন্বয়ক সাব্বির আহমেদ সহ প্রতিষ্ঠানের উপদেষ্টাবৃন্দ।
৩৩ পরিবারকে পূনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৭ পরিবারকে একবান করে ডেউটিন, তিন পরিবারকে দুইবান করে ডেউটিন, এক পরিবারকে সেনেটারি সামগ্রী, এক পরিবারকে ঘর করার পিলার দেওয়া হয় এবং এক পরিবারকে সম্পূর্ণ একটি ঘর করে দেওয়া হবে।
২০১২ সাল থেকে সংগঠনটি সমাজে মানবতা কল্যাণে কাজ করে আসছে, বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যার শুরু থেকে বন্যার্ত পরিবারগুলেকে বিভিন্ন প্রকার ত্রান সহায়তা পৌঁছে দিয়েছে। এর পর বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের মাঝে এ পূনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।