নিজস্ব প্রতিনিধিঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১ অক্টেবর) সকাল ৯ ঘটিকায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
জানাগেছে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভৃমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।
আগামী ৩ আক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। দাবী বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের অধিগ্রহন শাখার আবদুস সালাম, সদর ভূমি অফিসের শাকায়েত হোসেন, জেলা পরিষদের মিজানুর রহমান, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের আবদুল আউয়াল, কমলনগর ভূমি অফিসের আবদুল্যা আল মামুন, রায়পুর ভূমি অফিসের সাজেদুল ইসলাম, রামগঞ্জ ভুমি অফিসের শাকায়েত হোসাইন, রামগতি ভূমি অফিসের আবদুল কাদের প্রমূখ।