নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। পুর্ব শক্রতার জেরে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মোঃ নুরুল হক ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি নেতা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ভবানীগঞ্জ মেঘনা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ নুরুল হক জানান, তিনি লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনা বাজার নামক স্থানে ব্যবসা করেন। ঘটনার দিন তিনি দোকান বন্ধ করা মুহুর্তে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নজির আহম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে হোসেন, ইসমাইল ও আরিফ সহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে দোকানে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুত্বর জখম হয়ে রক্তক্ষরন হয়। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো: নুরুল করিম জানান, শোরচিৎকার শুনে আমি ঘটনাস্থালে গিয়ে দেখি হামলাকারীরা এস এস পাইপসহ বিভিন্ন দেশী অস্ত্র দ্বারা নুরুল হককে হামলা করছে। পরে গুরুত্বর জখম অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
এ দিকে আহত নুরুল হকের ওপর হামলার খবর শুনে লক্ষ্মীপুর সদর থানা বিএনপি সভাপতি মাঈন উদ্দীন চৌধুরী রিয়াজ, সহ সভাপতি শাহ মো: এমরান, যুবদল নেতা আজাদ, জেলা জাসাস নেতা ড্যানী চৌধুরী শাকিকসহ বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন।
হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানান।