1. banglarprobhat@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত : দৈনিক বাংলার প্রভাত
  2. info@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : বিএনপি নেতা এ্যানী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ উদযাপন করতে দেয়নি : লক্ষ্মীপুরে এ্যানি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : আবুল খায়ের ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, “বিনোদন পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সেক্রেটারী আজমল হোসেন হেলাল” ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক “ফিরোজ আলম সবুজ” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী “রেসু মৃদ্দ্যা” হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতা লোকমান হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ

লক্ষ্মীপুরে অতিবৃষ্টিতে আমনের বীজতলা পচন উদ্বিগ্ন কৃষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুরঃ
অতিরিক্ত বৃষ্টিপাতে লক্ষ্মীপুরের অধিকাংশ আমনের বীজতলা নিমজ্জিত হয়ে রয়েছে। জলবদ্ধতার কারণে পচে নষ্ট হচ্ছে এসব আমন বীজতলা। এতে চলতি মৌসুমে আমন ধানের আবাদ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এখানকার প্রান্তিক কৃষকরা। চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় ৮৩ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ২ লক্ষ ৪৬ হাজার ৬৯৮ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, চলতি মৌসুমে অতিবৃষ্টিতে জেলার ৩১ হাজার ৯৫ কৃষকের আমনের বীজতলা পানিতে পচে নষ্ট হয়েছে। এতে অন্তত ১৭ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বছর জেলার ৫টি উপজেলায় ৫ হাজার ১২১ হেক্টর জমিতে আমনের বীজতলা করেছেন চাষিরা। অতি বৃষ্টিপাতের প্রভাবে ১ হাজার ৯৪১ হেক্টর আমন বীজতলা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে।

এর মধ্যে ১ হাজার ৩২০.৫১ হেক্টর আমন বীজতলা সম্পূর্ণ রূপে পচে গেছে। এতে ক্ষতির পরিমান ২৫.৭৯% বলে জানানো হয়।

তাছাড়া চলতি বছর রোপা আমনের আবাদ করা হয়েছে ৭৫০ হেক্টর জমিতে। এরমধ্যে ৮.৪৪ হেক্টর জমির ফসল বৃষ্টিতে নষ্ট হয়েছে। আউশের আবাদ হয়েছে ১৮ হাজার ৯৭০ হেক্টর জমিতে। বৃষ্টিতে ৫৭২.৭ হেক্টর জমির আউশের ক্ষেত নষ্ট হয়েছে।

কৃষকরা জানায়, চলতি মাসে প্রায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আশপাশের পুকুর, খাল-বিল নালা বৃষ্টির পানিতে ভরাট হয়ে আছে। এতে অধিকাংশ চারাগাছই পচে গেছে। নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় এবারের আমনের আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আষাঢ় মাসের শুরুতে আমনের বীজতলা তৈরি করেন এ অঞ্চলের প্রান্তিক কৃষক। আষাঢ় শেষে অর্থাৎ শ্রাবণ মাসের শুরুতে বীজতলা থেকে আমনের চারা গাছ তুলে রোপণ করেন তারা। কিন্তু শ্রাবণ শেষ হয়ে গেলেও সে সুযোগ হয়নি তাদের। পানিবদ্ধতার কারণে বীজতলা পচে যাচ্ছে। চাষিরা উপায় না পেয়ে চারাগাছের পচা অংশ তুলে ফেলছেন।

সরেজমিনে দেখা যায়, চরকালকিনি ইউনিয়নে কয়েকটি ফসলী মাঠ বৃষ্টির পানিতে ডুবে আছে। বীজতলাগুলোও পানিবদ্ধতায় ডুবে গেছে। কৃষকরা পচা চারাগাছ গুলো বেচে বেচে পানি থেকে তুলে ক্ষেতের পাড়েই উচু স্থানে পেলছে। বীজতলার কিছু চারাগাছ বাঁচানো যায় কিনা সে আসায়, কিন্তু পানি না সরায় সে অংশটুকুও টেকানো সম্ভব হচ্ছে না। কৃষকরা ফসলী জমির পাশে বসে চিন্তায় নিরব বসে থাকতে দেখা গেছে। জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও সদর উপজেলার আমনের বীজতলার একই পরিস্থিতি।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামছুদ্দীন ফিরোজ বলেন, প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। তবে এ ক্ষতি আমনের উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতি নিরুপণ করা হয়েছে। পানি নেমে গেলে চারাগাছ ঠিক হবে। চলতি মৌসুমে আমনের চাহিদার তুলনায় ১১৫% বেশি বীজতলা করা হয়েছে। এতে ক্ষতি ১৫% এর বেশি হবে না। কৃষকরা যেন বিপদে না পড়ে এজন্য ফেনী কৃষি ইনিস্টিটিউটের সাথে কথা হয়েছে। তারা উন্নত জাতের বীজ পাঠালে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও ডিলারদের থেকে সংগ্রহ করতে পারবে কৃষকরা। তবে ক্ষেতের পানি সরার সাথে সাথে কৃষকরা নিজেরাই কমিউনিটির মাধ্যমে বীজ তলা করে চারা করে। পরে নিজেদের জমিতে আবাদ করে। এতে কৃষক এ ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, লক্ষ্মীপুর একটি কৃষি নির্ভর জেলা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমনের বীজতলাসহ কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি রামগতি, কমলনগর, রামগঞ্জ, রায়পুরসহ সদর উপজেলার নির্বাহী অফিসারগণ জানিয়েছেন। তবে ক্ষতির প্রতিবেদন কৃষি বিভাগ থেকে এখনো হাতে আসেনি। প্রতিবেদনটি হাতে পেলে সহযোগিতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত