নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হোসেন মোহাব্বত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৯ আগষ্ট) দুপুরে লাহারকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্যদের ভোটে মো: মোজাম্মেল হোসেন মোহাব্বত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পরিষদের সচিব টি. এস. এম মনোয়ার।
প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করেন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মল হোসেন মোহাব্বত ও নূরুল ইসলাম। এ দুই প্রার্থীসহ ১২জন ইউপি সদস্য ভোট প্রদান করেন। এতে মোহাব্বত ৭ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ নুরুল ইসলাম ৫ ভোট পেয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে মোহাব্বত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটার সহ এলাকাবাসি আনন্দে উল্লাসিত।