লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি পালন করেন লক্ষ্মীপুর জেলা শাখা স্বেচ্ছাসেবক দল।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৯ আগস্ট) বিকাল ৪ ঘটিকার দিকে লক্ষ্মীপুর জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহিদ আফনান চত্ত্বরে প্রধান অতিথি বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বক্তব্যের মাধ্যমে র্যালিটি সম্পূর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড: মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ জেলা সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা।