নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এ হুশিয়ারি দেন।
বিএনপি নেতা সাহাব উদ্দিন বলেন, প্রায় ১৬ বছর আওয়ামী লীগ সরকার গুম-খুনের রাজনীতি করেছে।বিনা ভোটে তারা সরকার গঠন করেছে। নিশিরাতের ভোটেও তারা ক্ষমতায় ছিল। গত ৭ জানুয়ারি তাদের নাটকীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসেনি। এরপরও তারা সরকার গঠন করে। ক্ষমতায় থাকাকালীন তারা স্বৈরাচারী শাসন কায়েম করেছে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি আরও বলেন, ভোট ছাড়াই এ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এর ‘অবৈধ’ জনপ্রতিনিধি। রোববার (১৮ আগস্ট) জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উন্নয়ন সভা রয়েছে। সেখানে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা (বিএনপি) সকাল ৮ টা থেকে ডিসি অফিসের সামনে অবস্থানসহ মানববন্ধন কর্মসূচি পালন করবো। ডিসি অফিসে অবৈধ কোন জনপ্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হবে। তাদের পরিবর্তে সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ীচেয়ারম্যান- মেয়রদের পরিবর্তে সরকারের প্রতিনিধিরা দায়িত্ব নেবে। না হয় পুনরায় নির্বাচন দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।