লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌর দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টায় লক্ষ্মীপুর নিউ মার্কেটস্থ ৩য় তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়েছে।
সমিতির সভাপতি মো: শাহ আলমের সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক মোঃ মেজবাউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এ কিউ এম সাহাব উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন, সমিতির সদস্য মো: আবদুল আজিজ, আবদুল্যাহ আল মাহমুদ, মোমিন উল্যা, আবদু্ল্লাহ আল মো: ইসমাইল (সেলিম), মো: মনির, মো: সেলিম, কাজী ফজলুল করিম প্রমূখ।
সভায় সমিতির বাৎসরিক আয়-ব্যায়, শেয়ার , চাঁদা আদায়, ফান্ড বৃদ্ধির বিষয়ে আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।