লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহবায় কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেলে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ২০০৬ইং সালে প্রতিষ্ঠিত জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের নিয়ে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এ কিউ এম সাহাব উদ্দিন কে আহবায়ক ও দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিপুকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোঃ দিদার এলাহী। সদস্য হিসেবে রয়েছেন, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নূর আহম্মেদ মিলন, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি এম জেড মাহমুদ, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি নুরুল আলম চৌধুরী বাবু ও দৈনিক দেশকালের জেলা প্রতিনিধি ড্যানি চৌধুরী শাকিক।
লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এ কিউ এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয়ের সঞ্চালনায় সভায় আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে (১২ জুলাই) শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।