মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর কমনগর থানার তোরাবগঞ্জ এলাকা থেকে আফসার হোসেন (২২) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়।
এ ব্যপারের পরিবারের পক্ষ থেকে কমলনগর থানায় জিডি করা হয়।
নিখোঁজ আফসার কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ভবানীগঞ্জ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র বলে নিখোঁজ অফসারের বোন তানিয়া নিশ্চিত করেন।
সোমবার (৩ জুন) আবদুর রাজ্জাক
কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন। জিডি নং-৯৮। তিনি জিডিতে উল্লেখ করেন, রবিবার (২জুন) দুপুর ১টায় তার ছেলে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হয়।
এ দিকে আফসারেরর চাচা মো: জসিম জানান, রবিবার দুপুর ১২টার আগে আফসার বাড়ী থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সে বাড়ীতে না আসায় তার মুঠোনে নম্বরে 0 1782-017541এ ফোন দিলেও রিসিভ হয়নি। এর পর চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। থানা জিডিও করা হয়েছে এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান। তার বড় বোন তানিয়া জানান, তার এন্ড্রোয়েড মোবাইলে আফসারের ব্যবহৃত ইমু নম্বর থেকে একটি ক্ষুদে বার্তা পাঠায় সেখানে লেখা থাকে ” আপু আরে মারি হা” এর পর তানিয়া ভয়েচ পাঠালেও এখনো পর্যন্ত তা রিসিভ করা হয়নি বলে জানান।
আবদুর রাজ্জাকের সংসারে তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে আফসারের নিখোঁজে পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার।
নিখোঁজ আফসারকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্ছ সহযোগীতা চেয়েছেন তার পরিবার।