মোস্তাফিজুর রহমান টিপুঃ
তৃতীয় দফায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বুধবার (২৯ মে) অনুষ্ঠিত লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী এ, কে, এম সালাহ উদ্দীন টিপু (কাপ-পিরিজ ) প্রতীক নিয়ে ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হলেন টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট।
ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: ইউসুুফ পাটোয়ারী (বই) প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: হাফিজ উল্যা (মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট, অপর প্রার্থী মো: মামুনুর রশিদ (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ৬ হাজার ৩৮ ও মো: মাসুদুর রহমান (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯২৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করলে এ তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, লক্ষ্মীরপুর সদর উপজেলায় ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯২ টি কেন্দ্রে ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে ৮৪ হাজার ৫৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৩.৬৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলায় টানা তিনবার বিপুল ভোটে জয়ী হয়েছেন সালাহ উদ্দিন টিপু। এর মধ্যে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন তিনি