লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫নং লাহার কান্দি ইউনিয়নের খান পরিবারের মেয়ে সেলি খান। তিনি পদ্মফুল প্রতীক নিয়ে মাঠে লড়ছেন।শেষমূহুর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন পদ্মফুল মার্কায় ভোট চেয়ে নিচ্ছেন সেলি খান।
জনমত যাচাইয়ে সকল শ্রেণী পেশার মানুষ এবারে মহিলা ভাইস চেয়ারম্যন হিসেবে সেলি খানকে চাচ্ছেন।শিক্ষাদীক্ষা, সমাজসেবক ও দানশীল হিসেবে এলাকায় সকল মানুষের কাছে পরিচিতি ও গ্রহনযোগ্যতা ব্যাক্তি সেলি খান।
লক্ষ্মীপুর সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি
সেলি খানম। তিনি আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা দেলোয়ার খান একজন সক্রীয় আওয়ামীলীগ ব্যক্তি, চাচা মরহুম হাফিজ খান একজন মুক্তিযোদ্ধা ও ১৫নং লাহার কান্দি ইউপির সাবেক চেয়ারম্যন এবং আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
২০১৯ সালে সেলিখান মহিলা ভাইস চেয়ারম্যন পদে প্রতিদ্বন্দ্বীতা করে অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়ে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হন। হেরে গিয়েও তিনি পিছপা হননি। মানুষের ভালোবাসাকে বুকে লালন করে আবারও নির্বাচনে প্রার্থী হয়েছে। গেল পাঁচ বছর তিনি অসহায়দের সেবা থেকে বিচ্যুতি হননাই। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মোকতবসহ, অসহায় গরিব দু:খীদের মাঝে নগদ অর্থসহ শাড়ীলঙ্গী বিতরন করে অসহায়দের পাশে থেকে সেবামুলক কাজ করে আসছেন।
সেলি আক্তার বলেন আমার পরিবার একটি আওয়ামী পরিবার আমার বাবা এক জন আওয়ামীলগের সক্রিয় কর্মী , আমার চাচা মরহুম হাফিজ খান একজন মুক্তি যোদ্ধা এবং লাহার কান্দি ইউনিয়নের সবেক সফল চেয়ারম্যান, বলতে গেলে আমি একজন মুক্তিযোদ্ধা আওয়ামী পরিবারের সন্তান।
মহিলা ভাইস চেয়ারম্যন নির্বাচিত হলে আসহায় মানুষের জন্য কাজ করে যাব। যুব সমাজ ও শিক্ষিত বেকার মহিলাদেরকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব।
মানুষের সেবা করা আমার কাজ। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা হাতকে শক্তিশালী করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া প্রত্যায়ে সরকারী দান অনুদানের পাশাপাশি প্রয়োজনে নিজের অর্থায়নে দলমত নির্বিশেষে অসুস্থ্য ব্যক্তিদের চিকিৎসা প্রদান সহ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মোকতবসহ, অসহায় গরিব দু:খীদের মাঝে নগদ অর্থসহ শাড়ীলঙ্গী বিতরন করে অসহায়দের পাশে থেকে মানব সেবায় কাজ করে যাব।