1. banglarprobhat@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত : দৈনিক বাংলার প্রভাত
  2. info@www.dailybanglarprobhat.online : দৈনিক বাংলার প্রভাত :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : বিএনপি নেতা এ্যানী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ উদযাপন করতে দেয়নি : লক্ষ্মীপুরে এ্যানি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : আবুল খায়ের ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, “বিনোদন পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ জার্নালিষ্ট সেন্টারের সেক্রেটারী আজমল হোসেন হেলাল” ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক “ফিরোজ আলম সবুজ” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী “রেসু মৃদ্দ্যা” হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতা লোকমান হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানিতে লক্ষ্মীপুরে কয়েকটি গ্রাম প্লাবিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান টিপুঃ
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লোকালয়ে জোয়ারের পানি ডুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা সদরের চররমনী মোহন ইউপির মজুচৌধুরিহাট ও আংশিক এলাকা, কমলনগর, রামগতি ও রায়পুরের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে ডুবে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৬ থেকে ৭ ফুট পানি উঠেছে। পানিবন্ধী হয়ে পড়েছে কয়েক হাজার বাসিন্দা।

রোববার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে ঝড়ো হওয়ায় বইছে। এর সাথে মেঘনার অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি হচ্ছে। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়। পর্যাক্রমে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবকটি এলাকায় পানি ঢুকে ডুবে যায় বাড়িঘর, ফসলি জমি, পুকুর ও মাছের ঘের। এর মধ্যে রামগতির চরআবদুল্লাহ, বয়ারচর, তেলিরচর, চরগজারিয়া, বড়খেরী,কমলনগর উপজেলার লুধুয়া, মাতাব্বরহাট, নাছিরগঞ্জ, লক্ষ্মীপুর সদরের চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরিহাট এলাকার বুড়িরঘাট সংলগ্ন বাঁধ ছুটে পানি প্রবেশ করায় ডুবে গেছে ফসলি জমি। চরমেঘায় কয়েটি বসতবাড়ী পানির নীছে। রায়পুর উপজেলার চরকাচিয়া ও চরখাসিয়া সহ প্রায় ২২টি এলাকা প্লাবিত। এসব স্থানের বিভিন্ন জায়গায় বাঁধ না থাকায় এমনটি হয়েছে বলে জানান স্থানয়ীরা।

এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর থেকেই সিপিপি ও রেডক্রিসেন্টের কর্মীরা উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে। ১৮৯টি স্থায়ী ১০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নগদ ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ মেট্রিকটন চাল মজুদ রাখা হয়েছে। রামগতি ও কমলনগরের ইউএনওদের ৫০০ প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। রেডক্রিসেন্টের ৪৫০ জন ও সিপিপির ৩২৮০ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া রোভার স্কাউট এর ১০৩ ইউনিটে ৮২৪ জন এবং বিএনসিসির ১০ জন স্বেচ্ছাসেবীকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহায়তা করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত