কয়েকটি প্রিন্ট ও আনলাইন মিডিয়ায় গত ১৭ এপ্রিল-২০২৪ইং থেকে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রচার করছে। এসব সংবাদের শিরোনামে বর্ণিত ” লক্ষ্মীপুর চর রমণীর ত্রাস শাহজালাল মোল্লা বাহিনী”, সাব শিরোনামে “সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি, ভূমি দখল নিত্যদিনের পেশা” এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। চররমনী মোহন ইউনিয়নের বাসিন্দা শাহজালাল মোল্লা, এফরান মোল্লা, দাদন মৃদা ও রব মোল্লার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদগুলো তাদের দৃষ্টিগোচরে আসে। এসব সংবাদ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও প্রকৃত সত্যের বিপরীত বলে তারা দাবী করেন। সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, মেঘনা থেকে জেগে ওঠা এ চরে আমাদের পূর্ব পুরুষদের আমল থেকে বসবাস। প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকা। আমরা কৃষিকাজ ও গবাদিপশু পালান করে জীবিকা নির্বাহ করি। আমাদের কোন দল নাই। সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি ও ভূমি দখলকরা আমাদের পেশা নই। আমরা অতি সাধারন কৃষক। আমরা ওয়ারিশী ও খরিদীয় জমিনে এবং জমিন বর্গা নিয়ে চাষাবাদ করে ফসল উৎপাদন করি। পাশাপশি গরু-মহিষ পালন করে সবাই স্ব-স্ব অবস্থান থেকে স্বাবলম্বী হচ্ছি। আমাদের আয়ের একমাত্র মাধ্যম কৃষি ও গরু-মহিষ পালন। এ আয় দিয়ে আমাদের জীবন-জীবিকা। আমরা শান্তিপূর্ণ নিরিহ কৃষক শ্রেণীর লোক হই। আমরা সন্ত্রাসী নয়, আমাদের কোন বাহিনী নাই। জমি দখল, সন্ত্রাসী, ডাকাতি, নৌ—ডাকাতি, চাঁদাবাজি, গরু—মহিষ চুরির সাথে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে। তারা নিজেদের অপকর্মকে ডাকতে আমাদের মানসম্মান ক্ষুন্ন করতে সাংবাদিকদের কাছে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করেছে। এ ছাড়া ওই কুচক্রী মহল বিভিন্নস্থানে বিভিন্ন অপরাধে জড়িত হয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে ষড়যন্ত্রমুলকভাবে বিভিন্ন মামলায় মিথ্যা ভাবে আমি শাহজালাল মোল্লার নাম আসামীর কলামে লিপিবদ্ধ করে আমাকে অহেতুক হয়রানি ও খরচান্ত করেছে। আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পক্ষে
মোঃ শাহজালাল মোল্লা
চররমনীমোহন, সদর, লক্ষ্মীপুর।