লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগে অধিগ্রহনকৃত জমিতে স্থাপনা ভাঙ্গার পর মালিকপক্ষ দুটি দ্বিতল ভবনের প্রাচীর অপসারণ না করায় ধসে পড়ার আশংকায় পথচারী ও পার্শ্ববর্তী বাসিন্দাদের অভিযোগ।
জানাগেছে, লক্ষ্মীপুর বাজার সড়ক প্রশস্তকরণ কাজে রাস্তার দুই পাশে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক অধিগ্রহনকৃত জমিতে থাকা স্থাপনাগুলো ভেঙ্গে দেয়। এরপর দোকান মালিকরা তাদের সম্পত্তিতে থাকা স্থাপনার অবশিষ্ট ঝুঁকিপূর্ণ অংশবিশেষ নিজেদের দায়িত্বে সরিয়ে নেয়। কিন্তু বাজার সড়কের পাশে ভেন্ডারবাড়ীর সামনে চৌধুরী মিয়ার দ্বিতল বিল্ডিং (সড়ক ও জনপথ বিভাগ) ভাঙার পর ওই বিল্ডিংয়ের প্রায় তিন ফুট প্রস্থ বিশিষ্ট অংশ তাদের মালিকানায় থাকায় পিছনের দুটি উঁচু ওয়াল এখনো দাঁড়িয়ে আছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ওয়াল ধ্বসে পড়ে প্রাণহানির আশংকা করছেন।
পথচারী রহমত উল্যা জানান, আমি বাজারে ব্যবসার কারনে প্রতিদিন এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। ভাঙ্গনকৃত ভবনের দুটি উঁচু ওয়াল ভুমিকম্পসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগের কারণে ধসে পড়লে এখানে প্রাণহানি ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাহার উদ্দীন জানান, আমরা মালিকপক্ষকে বহুবার বলছি ওয়াল দুটি সরিয়ে নিতে তারা আমাদের কথা শুনছেনা। যেকোন মূহুর্তে এ ওয়াল ভেঙ্গে পড়ে আশপাশের বহুলোক হতাহতের সম্ভাবনা আছে।