নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চররমনী মোহন ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও ২০নং চররমনী মোহন ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ কামরুল সরকার। তিনি ২নং ওয়ার্ড সহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কামরুল বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী-পেশার মানুষকে।
তিনি বলেন, বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চররমনী মোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনগণ তাদের পবিত্র মূল্যবান আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করায় আমি একজন তৃণমূলের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছি। সে লক্ষ্যে আমি ২নং ওয়ার্ডকে স্মার্ট এলাকায় অন্তর্ভূক্ত করার কাজ করে আসছি। রাস্তা, পুল, কালভার্ট, কবরস্থানের উন্নয়ন ও আসহায়দের দান অনুদানের পাশাপাশি ইতোমধ্যে এলাকার ৪০ পরিবারকে সুপ্রিয় পানি পাওয়ার ব্যবস্থা করেছি ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। তাই, পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নিবে এ প্রত্যাশা রেখে দেশ-বিদেশের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।