নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পাটারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট এ. কে. এম নুরুল আমিন রাজু কমলনগর উপজেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল ফিতরের এক বাণীতে তিনি বলেন,আত্নত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল ফিতর আবারও আমাদের মাঝে সমাগত। তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।
এই বৃহত্তম মুসলিম সমাবেশের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ঈদ সকলের জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি