লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়নে যৌতুকের জন্য শ্বাশুড়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেয়ের জামতা খোকনের বিরুদ্ধে । আহত ওই নারীকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় লক্ষ্মীপুর সদরের চররমনীমোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাতাব্বর হাটের পাশে এ ঘটনা ঘটে।
আহত ছবুরা জানান, একবছর আগ থেকে আমার কন্যার জামতা খোকন যৌতুকের দাবীতে অশ্লীল গালমন্দ ও শারিরীক নির্যাতন করেছে আমার মেয়ে মিনরাকে। ঘটনার দিন খোকন যৌতুকের জন্য আমার কন্যাকে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে মারধর করলে আমি ডাকদোহাই দিয়ে থামাতে গেলে খোকন আমার মাথায় গুরুত্বর আঘাত করে। এতে আমার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।
আবুল কাশেম জানান, খোকন নদীতে মাছ ধরে। কিছুদিন আগে সে মাছ ধরার ট্রলারের ইঞ্জিনের সাথে এক্সিডেন্ট ঘটলে গুরুত্বর অবস্থায় তাকে পুঙ্গ হাসপতালে নিয়ে চিকিৎসা করা হয়। তখন খোকনের কথামতে তার মা আমার কাছে থেকে ৫ লক্ষ টাকা হাওলাত নেয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ী ফিরে ওই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ না করে আমার কন্যাকে ৩লক্ষ টাকা যৌতুক দিতে বলে। এ নিয়ে প্রায় সময় মেয়েকে নির্যাতন করছে। ঘটনার দিন মেয়েকে মার ধর করতে দেখে আমার স্ত্রী ছবুরা খাতুন তাকে উদ্ধার করতে গেলে খোকন তার মাথায় আঘাত করে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
যৌতুকের জন্য মিনরাকে শারিরীক ও মানুষিক নির্যাতন এবং তার বৃদ্ধ মাকে গুরত্বর জখমের সঠিক বিচার দাবী করছেন মিনরা বেগম।
এ দিকে অভিযুক্ত খোকনের বক্তব্য জানতে তাকে খুজে পাওয়া যায়নি।