লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: আল আমীনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠাষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলরের অফিস সংলগ্ন আনোয়ারুল হক ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিঞা গেলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাছুম ভূইয়া, উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দীন টিপু ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মনছুরুল হক, এডভোকেট হাসান আল মাহমুদ, শফিকুর রহমান ডিলার, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ভুলু, প্রফেসর বেলাল, লক্ষ্মীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাসুদুর রহমান আরিফসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ দোয়া ও ইফতার মাহফিল অংশগ্রহণ করেন।
ইফতারের আগে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করে ইফতার করেন অতিথিরা।