লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদরের তেওয়ারীগঞ্জে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ এক পরিবারে ৪ জন গুরুত্বর আহত। জমির বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর জখমপ্রাপ্তরা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ ঘটিকায় জেলা সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে ইউপি সদস্য সফিক উল্যার অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামালায় ইউপি সদস্য সফিক উল্যা, তার ছেলে মো: দিদার, আবদুর রহমান ও পারভেজ আহত হয়। এদের মধ্যে দিদার, আবদুর রহমান ও পারভেজের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য সফিক উল্যা জানান, ঘটনার দিন আমি তারাবীর নামাজ শেষে অফিসে এসে বসা মাত্রই পৃর্ব থেকে ঔঁৎপাতিয়ে থাকা ইমাম উদ্দীন ও আলী হোসেনের নেতৃত্বে রাসেল, আলাউদ্দিন, মুছলিম, সামছুল আলম, মাহমুদ, সাহাব উদ্দীন সহ ৮/১০জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অফিসের সামনে এসে আমাকে গালমন্দ করে। এতে আমি প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাতাড়ী মারপিট করে। শৌরচিৎকার শুনে আমার ছেলেরা উদ্ধার করতে আসলে তারা আমার ছেলেদেরকে অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুত্বর রক্তপাত জখম করে। অবস্থার অবন্নতি হওয়ায় আমার ছেলে দিদার, আবদুর রহমান ও পারভেজকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সফিক উল্যা বাদী হয়ে ইমাম উদ্দীনসহ ৮জনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
ইমাম উদ্দীন জানান, কে বা কারা সফিক উল্যাকে গালমন্দ করছে সে আক্রোসে আমাদের উপর দোষ ছাপিয়ে তিনি সহ তার সন্তানরা আমার ছেলে ও আমার ভাই-ভাতিজার উপর হামলা চালায় এতে আমাদের চারজন আহত হয়। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানান।
এ দিকে থ্রিফল নাইনে কল পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল এসে দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।