লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে বাবা-মায়ের অবাধ্য হয়ে নানা অপরাধ-অপকর্মে জড়িয়ে পড়ায় নিজের ঔরষজাত সন্তানকে ত্যাজ্য করে দিলেন ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে লক্ষ্মীপুর জজকোর্টে নোটারী পাবলিক কার্যালয়ে হাজির হয়ে তিনি এক মাত্র ছেলে মোঃ সাগর (২২) কে ত্যাজ্য ঘোষণা করেন।
মোঃ সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
এ সময় ঘোষিত হলপনামায় তিনি উল্লেখ করেন, মোঃ সাগর তার ঔরষজাত ও স্ত্রী শারমিন আক্তারের গর্ভজাত ছেলে সন্তান হয়। সে পিতা-মাতার অবাধ্য হয়ে সমাজের অসৎ চরিত্রের লোকদের সাথে আড্ডা দিয়ে নিজের নৈতিক চরিত্রের অধ:পতন ঘটায়। এতে তার চাল-চলন আচার-ব্যবহার, কথা-বার্তায় ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেওয়াসহ নানাবিধ কর্মকান্ডে সিরাজ দম্পতি মোটেও সন্তুষ্ঠ নয়। ইতোমধ্যে সাগর নিজের ইচ্ছেমত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ করে। কিশোর গ্যাং দলের সদস্যদের সাথে আড্ডায় লিপ্ত থাকে। এতে ব্যাপক ক্ষতির সম্মূখীন হওয়ার আশংকা রয়েছে তার পরিবার।সিরাজসহ পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন বহু চেষ্টা করেও তাকে সুপথে আনতে ব্যর্থ হয়েছে। এতে সামাজিক ভাবে ব্যাপক হেয় প্রতিপন্ন হচ্ছে সিরাজের পরিবার। এসব অন্যায় চরিত্র ও হত্যার হুমকিতে লক্ষ্মীপুর কোর্টে বাবা বাদী হয়ে ছেলে সাগরের বিরুদ্ধে মামলা করে। আদালত তাকে জেলে পাঠায়। পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এ প্রতিশ্রুতি দিলে আপোষ শর্তে ছেলেকে জমিনে মুক্ত করে। জেল থেকে বের হয়ে পূর্বের ন্যায় আবারও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে সাগর। পরে অতিষ্ঠ হয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা দেন বাবা। এ ঘোষণার পর ছেলে সাগরের ব্যক্তিগত কর্মকান্ডের জন্য সিরাজ কিংবা তার পরিবারের কোন সদস্য দায়ী থাকবেনা এবং তার সাথে সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের আর কোন সম্পর্ক রইলনা বলে ১৪/৩/২০২৪ ইং তারিখের ৮৪নং এফিডেভিটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে