লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন রিপন (৪০)নামে সৌদি ফেরত এক প্রবাসী মৃত্যুবরণ করেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আব্দুর রহিম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
রিপন ওই বাড়ির মৃত রুস্তম আলীর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক।
জানা যায়, আগামী সপ্তাহে সৌদিতে তার কর্মস্থলে ফেরত যাবার কথা ছিল। প্রায় তিন মাস আগে ছুটিতে বাড়ি আসেন রিপন।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবু নাছের নান্টু বলেন, রিপন ডালপালা কাটার জন্য ঘরের পাশের একটি কড়ই গাছে উঠে। অসাবধানতাবশত পা পিছলিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, ঘটনাস্থলে একটি স্লাব ছিল। ওই স্লাবের উপর পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।