লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর চররুহিতায় অজিউল্যা নামে এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে। দোকানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধার ওপর এ হামলা ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মঞ্জুরকে পুলিশ আটক করছে। বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। আহত বৃদ্ধা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শনিবার রাত ১০টায় লক্ষ্মীপুর সদরের চররুহিতায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অজিউল্যার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত মোঃ মঞ্জু চররুহিতায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রফিক মাঝির ছেলে এবং রবিন মঞ্জুর ছেলে হয়।
জানাগেছে, অজিউল্যা তার বাড়ীর সামনে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে। মঞ্জুর হোসেন ওই দোকান থেকে বাকিতে সদাই কিনে। এতে দোকানের বহু টাকা বকেয়া জমা হয়। বকেয়া টাকা না দেওয়ায় অজিউল্যা বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন মঞ্জু ও তার ছেলে রবিন দোকানে গিয়ে হামলা চালায়। এক পর্যায় চেনী হাতে নিয়ে বৃদ্ধার মাথায় কুপিয়ে জখম করে অভিযুক্ত মো: মঞ্জু এবং তার ছেলে রবিন অজি উল্যাকে এলোপাতাড়ী মারপিট করে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানা যায়।
অজিউল্যা ও তার স্ত্রী সিরাজি বেগম জানান, তার স্বামী মুদি দোকান দিয়ে ব্যবসা করে। মঞ্জু দোকান থেকে বাকিতে মালামাল খরিদ করে। তার কাছ থেকে বকেয়া টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে চেনী এনে তার স্বামীর মাথায় কোপ দিয়ে জখম করে এবং তার ছেলে এলোপাতাড়ী মারপিট করে।
এ ব্যাপারে অজিউল্যার ছেলে দোলায়ার হোসেন বলেন, মঞ্জু চেনী হাতে নিয়ে আমার বাবার মাথায় কোপ দেয়। এসময় আমরা থানায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযুক্ত মুঞ্জকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান। এ ঘটনায় তিনি বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
লক্ষ্মীপুর সদর থানার এস আই গোলাম মোস্তফা জানান, হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে মঞ্জুর নামের একজনকে আটক করা হয়েছে।